দর্শনা প্রেসক্লাবে সংবর্ধনাকালে এমপি আলী আজগার টগর

 

দেশ জাতি ও সমাজকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম

দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক চুয়াডাঙ্গা-২ আসনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ও প্রেসক্লাবের ভবন নির্মাণে স্মরণীয় অবদান রাখায় এমপি হাজি আলী আজগার টগরকে সংবর্ধনা দেয়া হয়েছে। দর্শনা প্রেসক্লাবের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দর্শনা প্রেসক্লাব ভবনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনাসভায় বক্তব্যকালে সংবর্ধিত এমপি আলী আজগার টগর বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের আয়না। যুগযুগ ধরে ন্যায় প্রতিষ্ঠায় অন্যায়কে দুরিভীত করণের লক্ষ্যে খুড়ধর লেখনীর মধ্যদিয়ে লড়াই করছে সাংবাদিকরা। দুর্নীতি, কুসংষ্কার ও দুর্জনদের বিরুদ্ধে সাংবাদিকরা সবসময় স্বোচ্চার থেকে কাজ করেছে। ডিজিটাল দেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন গোটা দেশে বইছে উন্নয়নের ধারা, ঠিক তখনই দেশের নিষিদ্ধ একটি রাজনৈতিক দল ধর্মের দোহায় দিয়ে সমাজে অস্থিরতার সৃষ্টি করছে। যার কারণে বিভ্রান্তে পড়ছে ধর্মপ্রাণ মানুষ। ধর্মপ্রাণ মানুষকে ধোকা দিয়ে তারা অযথা ফয়দা লুটার অপচেষ্টায় মেতেছে। সাংবাদিকদের লেখনীর মধ্যদিয়ে ওই সমস্ত ধোকাবাজ রাজনৈতিক দলের কবল থেকে রক্ষা করতে হবে। সেইসাথে সাংবাদিকতার মহান পেশা যাতে কলূষিত না হয় সে ব্যাপারে সজাগ থাকতে হবে। এমপি টগর আরো বলেন, দর্শনা প্রেসক্লাব উন্নয়নে শুরু থেকে যেভাবে সহযোগিতা করেছি, আগামী দিনেও সহযোগিতার কমতি থাকবে না। দর্শনা প্রেসক্লাবের আহ্বায়ক হারুন রাজুর সভাপতিত্বে সভায় প্রেসক্লাবের অন্যতম পৃষ্ঠপোষক কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবীদ আজিজুর রহমান বলেন, দর্শনার সাংবাদিকদের এ মিলন মেলা আমাকে পুলকিত করেছে। সেইসাথে প্রেসক্লাবের সাংবাদিকদের ঐক্য আমাকে করেছে অভিভূত। যেখানেই অনিয়ম, অন্যায় ও দুর্নীতি, সেখানেই কলম সৈনিকদের ভূমিকা সমাজকে আরো এগিয়ে নিয়ে যাবে। সাংবাদিকদের কাছে আমার আহ্বান, আপনাদের প্রাণের সম্পদ ঐতিহ্যবাহী কেরুজ চিনিকলটি রক্ষায় যে যেখান থেকে পারেন সহযোগিতার হাত বাড়াবেন। সেইসাথে সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলার সাহসিকতায় আপনারা এগিয়ে যান। আমি কথা দিচ্ছি দর্শনা প্রেসক্লাবের উন্নয়নে আমার যথাসাধ্য চেষ্টা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বক্তব্যে দর্শনা প্রেসক্লাবের সার্বিক উন্নয়নের আহ্বান জানান ক্লাবের প্রধান উপদেষ্টা দর্শনা পৌর মেয়র মহিদুল ইসলাম। উপদেষ্টাদের মধ্যে বক্তব্য দেন, দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, বিশিষ্ট সমাজসেবক হাজি আকমত আলী, অবসরপ্রাপ্ত উপাধাক্ষ্য শিক্ষাবীদ মোশাররফ হোসেন, কেরুজ চিনিকলের সাবেক কর্মকর্তা হাজি খালেকুজ্জামান, দর্শনা পুরাতন বাজার কমিটির সভাপতি আ. মোমিন, বিশিষ্ট আইনজীবি অ্যাড. সুজাউদ্দিন, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, বীর মুক্তিযোদ্ধা আ. রহমান, লিয়াকত আলী, আ. খালেক, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, কেরুজ ডিস্টিলারী সেলস অফিসার শাহবুদ্দিন, দর্শনা পৌরসভার প্যানেল মেয়র সাংবাদিক শরীফ উদ্দিন, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা, কেরুজ শ্রমিক নেতা তৈয়ব আলী, মোস্তাফিজুর রহমান, দর্শনা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি হবা জোয়ার্দ্দার, সাহিত্যিক আবু সুফিয়ান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, নজরুল ইসলাম মাস্টার প্রমুখ। উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের যুগ্মআহ্বায়ক মনিরুজ্জামান সুমন, আজিমুদ্দিন আহম্মেদ, সাংবাদিক ইকরামুল হক পিপুল, ইয়াছির আরাফাত মিলন, জাহিদুল ইসলাম, এফএ আলমগীর, নুরুল আলম বাকু, চঞ্চল মেহমুদ, এসএম ওসমান, নজরুল ইসলাম, কামরুজ্জামান যুদ্ধ, আহসান হাবীব মামুন, মনজুরুল ইসলাম, রাজিব মল্লিক, মোস্তাফিজুর রহমান কচি, জিল্লুর রহমান মধু, সাব্বির আলীম, তারিক জামান, মেহেদী হাসান, আলমগীর কবির, সুজন, রয়েল, বিপ্পা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে এমপি আলী আজগার টগর, কেরুজ এমডি আজিজুর রহমান ও মেয়র মহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছাসহ বরণ করে নেন দর্শনা প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্যরা। পরে দর্শনা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ এমপি টগরকে সম্মননা স্মারক দিয়ে সংবর্ধিত করেন। সেইসাথে কেরুজ এমডি আজিজুর রহমানকে শুভেচ্ছা স্মারক দিয়ে পরিচিতি করা হয়েছে।