জীবননগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী রিনিকে দল থেকে বহিষ্কার

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা বিএনপির মহিলাদল নেত্রী উপজেলা বিএনপি একাংশের সভাপতি নোয়াব আলী সমর্থিত জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফারহানা আক্তার রিনিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ বহিষ্কারাদেশ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্যাক্সযোগে জীবননগর উপজেলা বিএনপির সভাপতি বরাবর প্রেরণ করা হয়েছে। বহিষ্কারাদেশে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক ফারহানা আক্তার রিনিকে জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

এ ব্যাপারে ফারহানা আক্তার রিনির সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বহিষ্কারাদেশ সঠিক না। বিরোধীরা আমার বিরুদ্ধে চক্রান্ত করে ভুয়া বহিষ্কারাদেশ তৈরি করে তা প্রচার করছে।