মেহেরপুর অফিস: মেহেরপুরে কিউট ১ম বিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতায় পিরোজপুর জনতা ক্লাব ও মেহেরপুর পাবলিক ক্লাবের নিজনিজ খেলায় জয়লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় পিরোজপুর জনতা ক্লাব মেহেরপুর নিওন স্টারকে এবং মেহেরপুর পাবলিক ক্লাব মেহেরপুর একতা সংঘকে পরাজিত করে।
দিনের প্রথম খেলায় পিরোজপুর জনতা ক্লাব ৭-০ গোলে মেহেরপুর নিওন স্টারকে পরাজিত করে। পিরোজপুর জনতা ক্লাবের পক্ষে আশরাফুল ৪টি ও রাজা ৩টি গোল করে। দিনের অপর খেলায় মেহেরপুর পাবলিক ক্লাব ৫-০ গোলে মেহেরপুর একতা সংঘকে পরাজিত করে। পাবলিক ক্লাবের পক্ষে মিন্টু ৩টি এবং মজিদ ও শাহীন একটি করে গোল করে।