পদ্মা সেতু নির্মাণে প্রয়োজনীয় অর্থ রয়েছে : যোগাযোগ মন্ত্রী

 

স্টাফ রিপোর্টার: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর ফান্ড অন্য কোথাও স্থানান্তর করা হয়নি। চলতি অর্থবছরে পদ্মা সেতু নির্মাণ কাজের জন্য প্রয়োজনীয় অর্থ আমাদের রয়েছে। আগামী অর্থবছরে পদ্মা সেতু নির্মাণের জন্য ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে। গত বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দুটি সংযোগ সড়ক, সার্ভিস এরিয়া ও জুনে মূল পদ্মা সেতু নির্মাণের কার্যাদেশ দেয়ার সাথে-সাথে ঠিকাদারকে যে অর্থ দিতে হবে তা আমাদের রয়েছে।