স্টাফ রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের ব্যক্তিগত কর্মকর্তা ও ইসি সচিবালয়ের সহকারী সচিব মাজহারুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত বরখাস্ত সংক্রান্ত চিঠি তাকে দেয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার কথা বলা হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশন ও ভারপ্রাপ্ত সচিবকে না জানিয়ে বিনা অনুমতিতে তিনি ইসি সচিবালয় থেকে কক্সবাজার গিয়েছিলেন। যাওয়ার আগে কেন অনুমতি নেয়া হয়নি তাও জানতে চাওয়া হয়েছে ওই চিঠিতে। এ বিষয়ে জানতে চাইলে বিষয়টি স্বীকার করে ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলাম বলেন, এটি প্রশাসনিক ব্যাপার। বিনা অনুমতিতে স্টেশন লিভ করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।