মেহেরপুর অফিস: মেহেরপুরে বিশ্ব পানি দিবস উপলক্ষে আলোচলাসভা, র্যালি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় এবং ইম্প্যাক্ট ফাউন্ডেশন মেহেরপুরের বাস্তবায়নে মেহেরপুরে শহরে একটি র্যালি বের করা হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রশাসক ডা. শফিউল কবির, প্রজেক্ট ম্যানেজার সাজেদুর রহমান প্রমুখ।
সকাল ১০টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বিশ্ব পানি দিবস উপলক্ষে স্যাটেলাইট ক্যাম্পে আর্সেনিক রোগী চিহ্নিত করণসহ ওষুধ বিতরণ করা হয়। এরপর জেলা শিশু একাডেমিতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়। বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনাসভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ রুমা। বক্তব্য রাখেন ইম্প্যাক্ট ফান্ডের রেইজিং অফিসার আবু রায়হান, বুড়িপোতা ইউনিয়নের আর্সেনিক মিটিগেশন কমিটির সহসভাপতি আহসান হাবিব, মাতৃ ক্লাবের উজিলা বেগম প্রমুখ।