জীবননগর বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ধুন্দুর পক্ষে বাবু খানের গণসংযোগ

 

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাজি সাইদুর রহমান ধুন্দু ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আরিফুজ্জামান আরিফের পক্ষে গতকাল বুধবার জীবননগর শহরে ও এর আশপাশে দিনব্যাপি ব্যাপক গণসংযোগ করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি মাহমুদ হাসান খান বাবু এ গণসংযোগ করেন। এ সময় তিনি আওয়ামী দুঃশাসন থেকে  দেশকে রক্ষা করতে উপজেলা চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাজি সাইদুর রহমান ধুন্দুকে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান ও দোয়া প্রার্থনা করেন।

গণসংযোগকালে জীবননগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাজি সাইদুর রহমান ধুন্দু, ভাইস চেয়ারম্যান প্রার্থী আরিফুজ্জামান আরিফ, উপজেলা বিএনপির সভাপতি মো. আক্তারুজ্জামান, সহসভাপতি জাফর আলী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান খোকন, পৌর বিএনপি সভাপতি সাহজাহান কবীর, সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন, বিএনপি নেতা পৌর কাউন্সিলর নবী শাহ, ছাত্রদল নেতা শামীমসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় তার সাথে ছিলেন।