জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে একটি পিস্তল ও দু রাউন্ড গুলি উদ্ধার করেছেন। গত মঙ্গলবার রাতে অভিযানকালে অজ্ঞাত দুষ্কৃতি এ অস্ত্র ও গুলি ফেলে পালিয়ে বিজিবি তা পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।
বিজিবিসূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের উথলী বিশেষ ক্যাম্পের হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় জওয়ানদের নিয়ে উপজেলার পিয়ারাতলা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের কাছে অভিযান পরিচালনা করেন। এ সময় অজ্ঞাতনামা এক দুষ্কৃতিকারীকে দেখে ধাওয়া করে। এ সময় ওই দুষ্কৃতিকারী একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ তল্লাশি করে একটি পিস্তল ও দু রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।