গাংনীর সেলিনা আখতার বানু মহিলা এমপি নির্বাচিত

 

 

গাংনী প্রতিনিধি: গাংনীর সেলিনা আখতার বানু দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সেলিনা আখতার বানুসহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৮ জনের নাম ঘোষণা করে। সেলিনা আখতার বানু সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য সাবেক এমপি গাংনীর মহম্মদপুর গ্রামের প্রয়াত নুরুল হকের মেয়ে। তিনি গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক। সেলিনা আখতার বানুসহ ৩৮ জনকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।