গাংনীর গোপালনগরে বৃদ্ধের আত্মহত্যা

 

 

গাংনী প্রতিনিধি: আব্দুর রাজ্জাক বিশ্বাস (৬০) নামের এক বৃদ্ধ গলায় রসি দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার সকালে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশের সন্ধান পায় পরিবারের লোকজন। সে গোপালনগর গ্রামের মৃত আজাহার আলী বিশ্বাসের ছেলে।

পারিবারিকসূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকেই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন আব্দুর রাজ্জাক বিশ্বাস। প্রায়ই বলতেন গলায় দড়ি দেবে। বুধবার ভোরের দিকে নিজ ঘরের আড়ার সাথে রসি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। সকালে পরিবারের লোকজন তাকে ডেকে না পেয়ে ঘরের মধ্যে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পান। বিকেলে জানাজা শেষে তাকে দাফন করা হয়।