স্টাফ রিপোর্টার: দেশের জাতীয় দৈনিক এবং টেলিভিশন মিডিয়ার বিনোদন সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) এবং গ্লোব সফট ড্রিঙ্কস লিমিটেডের যৌথ উদ্যোগে আগামী ৮ এপ্রিল ১৪তম ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আসরে আজীবন সম্মাননা পাচ্ছেন গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। এ অ্যাওয়ার্ড গ্রহণের সম্মতিও তিনি জানিয়েছেন। উল্লেখ্য এর আগের বছরগুলোতে ধারাবাহিকভাবে রুনা লায়লা, শাহনাজ রহমতউল্লাহ, সাবিনা ইয়াসমিন, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, গাজী মাজহারুল আনোয়ার, আজম খান, আলম খান, আলী জাকের, জুয়েল আইচ, ভারতীয় অভিনেত্রী জিনাত আমান, আবদুল্লাহ আল মামুন এবং সর্বশেষ হুমায়ূন আহমেদকে এ আজীবন সম্মাননা প্রদান করা হয়। এবার সঙ্গীত, চলচ্চিত্র, টেলিভিশন বিভাগে ৩টি করে মোট ৪৫ জন মনোনয়ন লাভ করেছেন।