খবর: (মেহেরপুরে কাউন্সিলরকে পিটিয়েছেন আরেক কাউন্সিলরের লোকজন)
আমার মাথায় মারছো লাঠি
আমি তোমার মাথায়,
আজকে যদি শত্র“ হলাম
কালকে মিতা পাতাই।
স্বার্থ ছাড়া আমরা কেন চলি না
মিথ্যা ছাড়া সত্যি কেন বলি না
বিবেক কেন জাগছে না গো
আমরা আছি যা তাই।
পান থেকে চুন খসার জো নেই
একটুখানি বসার জো নেই
তবেই মেরে শেষ
বেশতো বাহা বেশ!
-আহাদ আলী মোল্লা