মেহেরপুর অফিস: মেহেরপুরে কিউট ১ম বিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতায় মেহেরপুর সান রাইজ স্পোর্টিং ক্লাব ও মেহেরপুর দুরন্ত হোটেলবাজার নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। গতকাল সোমবার মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সান রাইজ স্পোর্টিং ক্লাব মেহেরপুর একতা সংঘ ক্রীড়াচক্রকে এবং মেহেরপুর দুরন্ত হোটেল বাজার সদর উপজেলার ইছাখালী অলস্টার ক্লাবকে পরাজিত করে।
দিনের প্রথম খেলায় সান রাইজ স্পোটিং ক্লাব ৩-২ গোলে মেহেরপুর একতা সংঘ ক্রীড়াচক্রকে পরাজিত করে। সান রাইজ স্পোর্টিং ক্লাবের মনিব ২টি ও রাইন ১টি গোল করে। একতা সংঘ ক্রীড়াচক্রের হাসান একাই ২টি গোল করে।
দিনের অপর খেলায় দুরন্ত হোটেল বাজার ৪-২ গোলে ইছাখালী অলস্টার ক্লাবকে পরাজিত করে। দুরন্ত হোটেল বাজারের তপন ও শান্ত ২টি করে গোল করে। ইছাখালী অলস্টারের রজব একাই ২টি গোল করে।