শৈলকুপায় ৩০ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক

 

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় ৩০ কেজি গাঁজাসহ সাইদুল ইসলাম নামে এক গাঁজাব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে খুলনা-কুষ্টিয়া মহাসড়কের শেখপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাইফুল শেখপাড়া পদমদী গ্রামের দুলাল মণ্ডলের ছেলে।

শৈলকুপা থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, উত্তরাঞ্চল থেকে মাদকের একটি চালান শৈলকুপায় আসতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টার দিকে পুলিশ শেখপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে খুলনা-কুষ্টিয়া মহাসড়কের পাশে পদমদী গ্রামের নাসির জোয়ার্দ্দারের গোয়ালঘর থেকে ৩০ কেজি গাঁজাসহ সাইদুল নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। আটককৃত গাঁজা আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এ ঘটনায় মাদক পাচার আইনে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের ধারণা, একটি বড় মাদকচক্র উত্তরাঞ্চল থেকে চোরাইপথে মাদকদ্রব্য নিয়ে এসে শৈলকুপায় ব্যবসা করে আসছে।