দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলা নির্বাচনের নবনির্বাচিত চেয়ারম্যান মাও. আজিজুর রহমান দামুড়হুদা, দর্শনা, হাউলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে শুভেচ্ছা বিনিময় করেছেন। গতকাল রোববার তিনি সকালে দর্শনায় চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদের সাথে কুশল বিনিময় করেন। বিকেলে দামুড়হুদা ও হাউলী ইউনিয়নে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। হাউলী ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে মাও. আজিজুর রহমানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তার সাথে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, শরিফুল আলম মুকুল, জাহাঙ্গীর আলম টিক্কা, দামুড়হুদা ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, জামায়াত নেতা আব্দুস ছাত্তার, বাসার প্রমুখ।
ছবি সংযুক্ত