দামুড়হুদার ছয়ঘরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি : আহত ৩

 

দর্শনা অফিস: দামুড়হুদার ছয়ঘরিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছেন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। গত পরশু শনিবার রাত সাড়ে ১০টার দিকে দামুড়হুদার পারকৃষপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের নুর বক্স কাজীর ছেলে আনোয়ার কাজী, শরীয়ত কাজীর ছেলে আক্তারুল কাজী ও আলমের ছেলে মিলন পারকৃষ্ণপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় তারা ছয়ঘরিয়া ক্লাবের সামনে পৌঁছুলে ৪/৫ জন অতর্কিত হামলা চালায়। এতে আহত হন মিলন, আক্তারুল ও আনোয়ার। তবে কী কারণে তাদের ওপর হামলা চালানো হয়েছে তা জানা না গেলেও আক্তারুলের ছেলে রাজু একই গ্রামের বিল্লাল, পটলা, ও ওদুসহ ৫/৬ জনের বিরুদ্ধে গতকাল রোববার থানায় লিখিত অভিযোগ করেছেন।