স্টাফ রিপোর্টার: টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্ধোধনী দিনে দ্বিতীয় ম্যাচে হংকং বিপক্ষে ৮০ রানের সহজ পেয়েছে নেপাল ক্রিকেট দল। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে হংকং টস জিতে ব্যাটিংয়ে পাঠায় নেপাল ক্রিকেট দলকে। ব্যাট হাতে জ্ঞানেন্দ্র মাল্ল ৫০ রান এবং ৪২ বলে চারটি চার ও একটি ছয়ের সাহায্য মজবুত ইনিংস গড়ে দেয় নেপাল দলকে। এছাড়া নেপালের অধিনায়ক পারাস খাঠকার ব্যাটে আসে ৩৯ রানের সুবাদে দলের সংগ্রহ দাঁড়ায় ১৫০রান। হংকংয়ের হাসিব আমজাদ ২৫ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন।