দেবযানীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ভিসা জালিয়াতি ও গৃহপরিচারিকা নিয়োগে অনিয়মের অভিযোগে মার্কিন আইনজীবীরা গত শুক্রবার তার বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠন করার পর এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মাত্র দু দিন আগে দেবযানীর বিরুদ্ধে আনা অভিযোগ খারিজের আদেশ দিয়েছিলো মার্কিন আদালত। তবে ওই সময় তার বিরুদ্ধে নতুন অভিযোগ আনার পথও খোলা রাখা হয়েছিলো। বিবিসির এক রিপোর্টে বলা হয়, নিউইয়র্কে ভারতীয় কনস্যুলেটের সাবেক ডেপুটি কনসাল জেনারেল দেবযানীর বিরুদ্ধে ভিসা আবেদনে ভুল তথ্য দেয়া ও গৃহকর্মীকে কম বেতন দেয়ার অভিযোগ আনা হয়েছিলো বলে নিউ ইয়র্কের আইনজীবীরা জানিয়েছে। তবে দেবযানী সব সময়ই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। গত বছরের ১২ ডিসেম্বর দেবযানীকে গ্রেফতার করা হয়। এ সময় তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়। বিবস্ত্র অবস্থায় তার দেহে তল্লাশি চালানো হয়। তার ডিএনএর নমুনা নেয়া হয়। পরে তাকে মাদকাসক্তদের সাথে একই সেলে রাখা হয়।