দর্শনা অফিস: জীবননগরের উথলী বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ নাছিমা নামের এক মহিলাকে আটক করেছেন। তার বিরুদ্ধে বিজিবি দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছে। গত পরশু শুক্রবার রাত ১২টার দিকে জীবননগরের উথলী বিশেষ ক্যাম্পের হাবিলদার সাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা হল্টস্টেশন এলাকায়। বিজিবি সদস্যরা ওই এলাকা থেকে সন্দেহমূলকভাবে আটক করে দর্শনা পৌর শহরের মেমনগরের শহিদের স্ত্রী নাছিমাকে (৩২)। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে নাছিমার কাছ থেকে উদ্ধার করা হয় ১ কেজি ৯শ গ্রাম গাঁজা। এ ঘটনায় হাবিলদার সাইফুল ইসলাম বাদী হয়ে গতকাল শনিবার নাছিমার বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। এদিকে নাছিমা বলেছেন, এ গাঁজার মালিক সে নয়।