গাংনীর মুন্দায় আমেরিকা প্রবাসীর বাড়ি থেকে দুটি বোমা উদ্ধার

 

গাংনী প্রতিনিধি: চাঁদার দাবিতে মেহেরপুর গাংনী উপজেলার মুন্দা গ্রামের আমেরিকা প্রবাসী বুলবুল হোসেনের বাড়িতে বোমা ফেলে গেছে চাঁদাবাজরা। গতকাল শনিবার সকাল ১০টার দিকে ওই বাড়ির রান্নাঘরের ছাউনির ওপর থেকে বোমা দুটি উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়সূত্রে জানা গেছে, বুলবুল হোসেনের পিতা ইদ্রিস আলীসহ পরিবারের সদস্যদের কাছে কয়েকদিন ধরে চাঁদা দাবি করে আসছে একটি চাঁদাবাজচক্র। চাঁদা না পেয়ে আতঙ্ক সৃষ্টি করতে তারা বোমা ফেলে যায়। সকালে বাড়ির লোকজন রান্নাঘরের ছাউনির ওপরে লাল টেপ  দিয়ে মোড়ানো দুটি বোমা দেখে বামন্দী পুলিশ ক্যাম্পে খবর দেয়। পরে এসআই সামসুল আলমের নেতৃত্বে বোমা দুটি উদ্ধার করা হয়।