নারায়ণগঞ্জে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

 

মাথাভাঙ্গা অনলাইন: নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত এলাকা থেকে বাংলাদেশী জুয়েল মিয়া (২৭) নামে এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

আটক জুয়েল সাপাহার উপজেলার আদাতলা গ্রামের সাদেকুল ইসলামের ছেলে।

৪৬ ব্যাটালিয়নের সিও লে. কর্নেল আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বিএসএফের বরাত দিয়ে জানান, রোববার ভোররাতে আদাতলা সীমান্তের ২৩২নং পিলার এলাকা দিয়ে ভারত সীমান্তে প্রবেশ করে। ভারতের ২০০ গজ অভ্যন্তরে ৩১ রাঙ্গামাটি ক্যাম্পের বিএসএফ তাকে আটক করে।

সোমবার সকাল সাড়ে ১০টায় আদাতলা সীমান্তের জিরোপয়েন্টে বিজিবি ও বিএসএফ কোম্পানি পর্যায় এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জানানো হয়, জুয়েলকে মাদকদ্রব্য পাচার আইনে ভারতের বামনগোলা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে