র‌্যালি ও কেক কেটে মেহেরপুরে বাংলাদেশ প্রতিদিনের বর্ষপূর্তি পালন

 

মেহেরপুর অফিস: দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ৫ম বর্ষে পদাপর্ণে মেহেরপুরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল  শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। সেখানে বাংলাদেশ প্রতিদিনের জন্মদিনের কেক কাটেন মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাড মিয়াজান আলী। বাংলাদেশ প্রতিদিন মেহেরপুরের জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মী শ্বাশত নিপ্পন, সাংবাদিক তোজাম্মেল আজম, গোলাম মোস্তফা, মীর সউদ আলী চন্দন, মাজেদুল হক মানিক, রাশেদুজ্জামান, ইয়াদুল মোমিন, রাজিবুল হক সুমন, তৌহিদ-উদ-দৌলা রেজা, মুজাহিদ মুন্না, আসিফ ইকবাল, হামিদুর রহমান কাজল, আল আমিন হোসেন, শহিদুল ইসলাম প্রমুখ। বাংলাদেশ প্রতিদিনের শুভ কামনায় শুভেচ্ছা জানান অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।