আমডাঙ্গার সিরাজকে উপর্যুপরি কুপিয়ে জখম
স্টাফ রিপোর্টার: উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে কথা কাটাকাটিকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু কর্মীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগ কর্মী সিরাজ আলীকে কুপিয়ে জখম করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে সিরাজের মাথায় উপর্যুপরি কোপানো হয়েছে বলে সিরাজের পক্ষের লোকজন অভিযোগ করেছেন।
সূত্র জানায়, গতকাল শনিবার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পরাজয় হচ্ছে জানতে পেরে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের আওয়ামী লীগ কর্মী মিজানুর রহমান ও সিরাজ আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিজানুর রহমান ও তার ভাই আশানুর ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র নিয়ে সিরাজের ওপর হামলে পড়ে। সিরাজের মাথায় উপর্যুপরি কোপায় তারা। রক্তাক্ত জখম অবস্থায় সিরাজকে উদ্ধার করে সন্ধ্যার পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর বলে হাসপাতালসূত্রে জানা গেছে।