স্টাফ রিপোর্টার: পাউয়ারটিলারের ধাক্কায় চুয়াডাঙ্গা ডিহি কৃষ্ণপুর গ্রামের গৃহবধূ মরজিনা বেগম গুরুতর আহত হয়েছেন। স্বামীর সাথে বাইসাইকেলযোগে দর্শনায় রওনা হওয়ার পর পরই এ দুর্ঘটনার শিকার হন তিনি। মরজিনা বেগমকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার একটি পা ভেঙে গিয়েছে বলে হাসপাতালসূত্রে জানা গেছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ডিহি কৃষ্ণপুর গ্রামের ফয়জদ্দিন আহমেদ তার স্ত্রী মরজিনাকে বাইসাইকেলে নিয়ে দর্শনার অভিমুখে রওনা হন। গ্রামের মল্লিকপাড়ায় পৌঁছুলে একটি পাউয়ারটিলারের ধাক্কায় মরজিনা সাইকেলের পেছন থেকে পড়ে যায়। এতে পাউয়াটিলার মরজিনার (৪৫) পায়ের ওপর দিয়ে চলে যায়।