মেহেরপুর অফিস: মেহেরপুর এমসিএল ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর জেলা দল গঠনে রেজিস্টেশনকৃত ক্রিকেটারদের নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়মাঠে এ প্রশিক্ষণে দেড় শতাধিক ক্রিকেটার অংশগ্রহণ করে।
এমসিএল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটির আহ্বায়ক শাহিনুর রহমান রিটন জানিয়েছেন, প্রশিক্ষণরত ক্রিকেটারদের মধ্য থেকে ৬০ জন বাছাই করে ৪টি দল গঠন করা হবে। দলগুলো নিয়ে কয়েকটি ম্যাচ আয়োজন করে সেরা ৩০ জন খেলোয়াড় বাছাইয়ের মাধ্যমে মেহেরপুর জেলা দলের দুটি টিম চূড়ান্ত করা হবে। চূড়ান্ত দল আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত এমসিএল ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেবে। শাহিনুর রহমান রিটন ছাড়াও ক্রিকেটারদের প্রশিক্ষণ দিচ্ছেন মেহেরপুর বড়বাজার ক্রিকেট একাডেমির সভাপতি ও সংগঠক সাদাত হোসেন বুড়ো, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ইমদাদ হোসেন, লেবেল ওয়ান ক্রিকেট কোচ মাসুদ।