মাথাভাঙ্গা মনিটর: গতকাল শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে হাল সিটির মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। যদিও ম্যাচের দশম মিনিটেই বিরাট ধাক্কা খেয়েছিলো শিরোপা প্রত্যাশী দলটি। প্রতিপক্ষের স্ট্রাইকার নিকিচা ইয়ালাভিচকে ফাউল করে সরাসরি লালকার্ড দেখেন ম্যান সিটির অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি। তবে একজন কম নিয়ে খেললেও গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১৪ মিনিটে প্রায় ২৫ মিটার দূর থেকে নেয়া জোরালো শটে ম্যান সিটিকে এগিয়ে দেন স্প্যানিশ ফরোয়ার্ড দাভিদ সিলভা। শেষ বাঁশির কিছুক্ষণ আগে জয় নিশ্চিত করা গোলটি বসনিয়ান স্ট্রাইকার এদিন জেকোর। এ জয়ের ফলে ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে উঠে এসেছে গতবারের রানারআপরা। দু ম্যাচ বেশি খেলে ৬৬ পয়েন্টনিয়ে শীর্ষে আছে চেলসি।