টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তান মুখোমুখি

 

স্টাফ রিপোর্টার: আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম আসর। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩ টায়  উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশ দলের বিপক্ষে লড়াই করবে নবাগত আফগানিস্তান। এই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ মিলেছে যুদ্ধবিধ্বস্ত আফগানদের। মূল পর্বের লড়াইয়ে অংশ নিতে হলে টাইগার বাহিনীকে এ ম্যাচে জয় পেতে হবে তাদের। এর ব্যতিক্রম হলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার আশঙ্কা রয়েছে। বিশ্বকাপে অংশ নিয়েই বাজিমাত করে দিতে চায় আফগানরা। টুর্নামেন্টের গ্রুপ পর্বে অংশ নেবে তরুণ দলটি। গ্রুপ পর্বের ম্যাচে নিজেদের সেরাটা মেলে দিয়ে মূল পর্বের লড়াইয়ে জয়গা করে নিতে চায় আফগানরা। টি-টোয়েন্টিতে অংশ নিতে এসেই নিজেদেরকে বাংলাদেশ দল থেকে সেরা মনে করে আফগান অধিনায়ক। সেটা তিনি বলতেও পারেন। কারণ সদ্য শেষ হওয়া এশিয়া কাপে স্বাগতিকদের হারিয়ে দিয়ে আলোড়ন সৃষ্টি করেছে আফগানিস্তান। গতকাল শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক মহাম্মাদ নবী বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলার জন্য মাঠে নামবো আমরা। এশিয়া কাপের ফলাফলের পুনরাবৃত্তি করতে চাই। আমাদের দলে ৬ জন অলরাউন্ডার আছে যারা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলে অভ্যস্ত। আশা করছি তারা টি-টোয়েন্টিতে ভালো করবেন। তবে আমার বিশ্বাস টি-টোয়েন্টিতে বাংলাদেশের থেকে আমরাই এগিয়ে। মূল পর্বের লড়ায়ের টিকেট কাটতে হলে আমাদেরকে প্রতিটি ম্যাচেই ভালো করতে হবে। আশ করছি টি-টোয়েন্টিতে আরো ভালো কিছু দেখাতে পারব। গ্রুপ পর্বে বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল ও হংকং’র মুখোমুখি হবে। বাংলাদেশ দলের জন্য আফগানরাই জুজুর ভয়। বাকি দলগুলোকে দেখে নেয়া যাবে। কিন্তু আফগানদের নিয়ে বিশ্বাস নেই। কোন ধরনের অঘটন ঘটিয়েও দিতে পারে তারা। তাই আফগানদের নিয়ে একটু বাড়তি শতর্ক থাকতে হবে। কারণ তাদের অধিকাংশ খেলোয়াড়ই এদেশের মাঠে খেলে অভ্যস্ত। আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা তাদের নেই। এটা ঠিক আছে। কিন্তু তারা বর্তমানে ফর্মের তুঙ্গে। বিশেষ করে তাদের কয়েকজন বোলার আছে, যারা বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপ ভেঙ্গে চুরমার করে দেয়ার ক্ষমতা রাখে।

আফগানদের জবাব দেয়ার জন্য বাংলাদেশ দলও প্রস্তুত। তামিম ইকবাল ও সাকিব আল হাসান দলে ফিরেছেন। দলে ফিরেছেন মাশরাফি বিন মর্তুজা। মুশফিক-সাকিবরা বেশ ফর্মে আছেন। টি- টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের দুটিতে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ দল। পরপর দু ম্যাচে জিতে ফর্মে ফিরেছে টাইগাররা। তাই আজ উদ্বোধনী ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে খেলতে প্রস্তুত বাংলাদেশ দল। এখন মাঠে তার বাস্তাবায়ন করতে পারলেই হয়।