জীবননগরে ডমুরিয়ায় আওয়ামী লীগ সভাপতির ওপর বিএনপি কর্মীর হামলা

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার ডুমুরিয়া গ্রাম আওয়ামী লীগের সভাপতি মশিয়ার রহমানের (৪০) ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করেছে এক বিএনপি কর্মী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডুমুরিয়া গ্রামে মাঝেরপাড়ায় এ হামলার ঘটনা ঘটে।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, ডুমুরিয়া গ্রাম আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেনের ছেলে মশিয়ার রহমান বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদের আনারস প্রতীকের পোস্টার নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় একই গ্রামের মইনুদ্দিনের ছেলে বিএনপি কর্মী মফিদুল ইসলাম (৩৫) দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা মশিয়ারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।