মেহেরপুর ১ম বিভাগ হ্যান্ডবলে দুরন্ত হোটেলবাজার ও টাউন ক্লাব জয়ী

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে কিউট ১ম বিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতায় মেহেরপুর দুরন্ত হোটেলবাজার ও মেহেরপুর টাউন ক্লাবের নিজ নিজ খেলায় জয়লাভ করে। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় দুরন্ত হোটেলবাজার বামনপাড়া সবুজ সংঘকে ও মেহেরপুর টাউন ক্লাব মেহেরপুর একতা সংঘ ক্রীড়াচক্রকে পরাজিত করে।

দিনের প্রথম খেলায় দুরন্ত হোটেল বাজার ১০-৬ গোলে বামনপাড়া সবুজ সংঘকে পরাজিত করে। দুরন্ত হোটেল বাজারের আজিজুর, আলতাব ও মেঘলা ৩টি করে ও মাসুম ১টি গোল করেন। বামনপাড়া সবুজ সংঘের রাজু ও হানিফ ২টি করে এবং জঙ্গীল ও উজ্জ্বল ১টি করে গোল করে। দিনের অপর খেলায় মেহেরপুর টাউন ক্লাব ৩-০ গোলে মেহেরপুর একতা সংঘ ক্রীড়াচক্রকে পরাজিত করেছে। টাউন ক্লাবের রাসেল ২টি ও আশরাফ ১টি গোল করে।