মেহেরপুরে জেলা পর্যায়ে মৌসুমী প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা শিশু একাডেমীর উদ্যোগে জেলা পর্যায়ে মৌসুমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর জেলা শিশু একাডেমী মিলনায়তনে দলীয় জ্ঞান জিজ্ঞাসা, দেশত্ববোধক জারি গান ও আঞ্চলিক নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় বিচারক হিসেবে আশরাফ মাহমুদ, আবুল হাসনাত দিপু, সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা গোলাম সিদ্দিক ঘুরে ফিরে দেখেন। প্রতিযোগিতায় জারিগান ও আঞ্চলিক নৃত্যে গাংনী উপজেলা প্রথম স্থান, জ্ঞান জিজ্ঞাসায় মেহেরপুর সদর উপজেলা প্রথম স্থান অধিকার করে।