জীবননগর ব্যুরো: স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হওয়ার পর জীবননগর উপজেলার কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির দু ছাত্রী নিরুদ্দেশ হয়েছে। গত দু দিনের তাদের কোনো সন্ধান না পেয়ে তাদের পরিবার দিশেহারা। বুধবার সকালে নিরুদ্দেশের এ ঘটনা ঘটে।
এলাকাবাসীসূত্রে জানা যায়, জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের আব্দুল কাদেরের মেয়ে স্বপ্না খাতুন (১৬) ও মনোয়ার গোসেন মেয়ে মীম (১৬) কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। এ দু বান্ধবী বুধবার সকাল ৯টা দিকে স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হওয়ার পর তারা স্কুলে না গিয়ে নিরুদ্দেশ হয়েছে। প্রেমের টানে এ দু বান্ধবী ঘর ছেড়েছে না কি অপহরণের শিকারে পরিণত হয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি। এ ঘটনায় এ দু ছাত্রীর পরিবার দিশেহারা হয়ে পড়েছে।