আলমডাঙ্গায় নারী ও শিশু নির্যাতন মামলার ৫ আসামি গ্রেফতার

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গা থানা পুলিশ গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার ৫ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বেল্টু, ওল্টু, নজরুল, আলীম, মনোয়ারকে গ্রেফতার করেছে।

জানা গেছে, উপজেলার রুইতনপুর গ্রামের হান্নান আলীর ২ ছেলে বেল্টু এবং ওল্টু, একই গ্রামের খোরশেদের ছেলে নজরুল ও রসুলের ছেলে আলীম, আলমডাঙ্গা ফরিদপুর গ্রামের দোয়ারপাড়ার মৃত তাহাজ উদ্দিনের ছেলে মনোয়ার দীর্ঘ দিন নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছিলো। এদের নামে আদালতে মামলা দায়ের করলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তারা দীর্ঘ দিন পালিয়ে বেড়াচ্ছিলো। গতপরশু রাতে আলমডাঙ্গা থানার এসআই জিয়াউর রহমান, এসআই জিয়াউল হক এবং এসআই জসিম পৃথক পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করেন। সংশ্লিষ্ট মামলায় গতকালই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।