মাথাভাঙ্গা মনিটর: রথমে চীন সরকারের একটি গুরুত্বপূর্ণ সংস্থা দাবি করল, মালয়েশিয়ার নিখোঁজ বিমানটির সন্ধানে নিয়োজিত চীনের একটি উপগ্রহ সাগরে সন্দেহজনক ধ্বংসাবশেষ শনাক্ত করেছে। এর কিছুক্ষণ পর মালয়েশিয়ায় নিযুক্ত চীনের দূতাবাস জানায়, ছবিটি ভুল করে প্রকাশ করা হয়েছে। আরও কিছুক্ষণ পর মালয়েশিয়ার পরিবহনমন্ত্রীও বললেন, ভুল করে ছবিটি প্রকাশ করা হয়েছে। শুধু তা-ই নয়, ওয়ালস্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছিলো, বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও চার ঘণ্টা আকাশে উড়েছিলো। মালয়েশিয়ার মন্ত্রী বললেন, এ তথ্যও সঠিক নয়। অর্থাৎ ভুল। নিখোঁজ বিমানটির সন্ধান নিয়ে এমনই ভুলভ্রান্তি আর পাল্টাপাল্টি বক্তব্য চলছে। বিবিসির অনলাইনের খবরে বলা হয়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের দেশটির যোগাযোগমন্ত্রী হিশাম উদ্দিন জানান, মালয়েশিয়ায় অবস্থিত চীনের দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে ছবিটি ভুল করে প্রকাশিত হয়েছে। ওই ছবিতে নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষের কোনো চিত্র নেই। এ ছাড়া বিমানটি নিয়ন্ত্রণকক্ষের সাথে যোগাযোগ বিচ্ছিন্নের পরও চার ঘণ্টা আকাশে ছিলো যুক্তরাষ্ট্রের ওয়ালস্ট্রিট জার্নাল-এ প্রকাশিত এমন খবরও নাকচ করে দিয়েছেন মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী। যোগাযোগমন্ত্রী হিশাম উদ্দিন জানান, বর্তমানে ৪৩টি জাহাজ ও ৪০টি বিমান দক্ষিণ চীন সাগর ও মালাক্কা প্রণালিতে নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান চালাচ্ছে।