ড. রাশিদ আসকারী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব

 

 

স্টাফ রিপোর্টার: ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইংরেজি বিভাগের অধ্যাপক বিশিষ্ট লেখক ও কলামিস্ট ড. রাশিদ আসকারী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নির্বাচিত হয়েছেন। সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সমিতির সাধারণ সভায় সর্বসন্মতিক্রমে তারা এই পদে অভিষিক্ত হন। বাংলাদেশের ৩৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এ ফেডারেশন গঠিত। এ প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় এই ফেডারেশনের উচ্চ পদ লাভের গৌরব অর্জন করল। ড. আসকারী চুয়াডাঙ্গার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমতাজ পারভীনের বড় ভাই।

এদিকে ড রাশিদ আসকারী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নির্বাচিত হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে অভিনন্দন জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্যতম সংগঠন শাপলা ও বঙ্গবন্ধু পরিষদ।