মনোনয়নপত্র বাছায় সম্পূর্ন ১২ জন প্রার্থীকে বৈধ ঘোষণা
দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক পদে নির্বাচনে মনোনয়নপত্র বাছায় সম্পূর্ণ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় প্রিসাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে এ বাছায় সম্পূর্ণ হয়। দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে পরিচালনা পরিষদের অভিভাবক পদের নির্বাচন ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। গত বুধবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মোট ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছায় সম্পূর্ণ করা হয়। এতে সব প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। পুরুষ অভিভাবক পদে ৪জনের বিপরীতে ৯ জন ও মহিলা অভিভাবক পদে ১ জনের বিপরীতে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেনে। এরমধ্যে পুরুষ অভিভাবক পদে আ. গফুর, মোহাম্মদ আলী, আ. মান্নান, আসাদুল হক বিশ্বাস, ডা. রবিউল ইসলাম, আ. সালাম বিশ্বাস, ডা. কাশেম, নাজিম উদ্দীন, আ. জলিল ও মহিলা অভিভাবক পদে শরিফা খাতুন, আনেহার খাতুন, আলেয়া খাতুন তাদের মনোনয়নপত্র জমা দেন। একমাত্র দাতা সদস্য হিসেবে বিশিষ্ট রাজনীতিবিদ বিদ্যালয়ের দু বারের সভাপতি সহিদুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি ইতোমধ্যে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ৩ বারের সভাপতি নির্বাচিত হয়েছেন । এ নির্বাচনে দুটি প্যানেল বিভক্ত হয়ে নির্বাচন করবে এর মধ্যে সাবেক সফল সভাপতি সহিদুল হক ও যুবলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম বিশ্বাস প্যানেল হয়ে ভোট করবেন বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। তবে সহিদুল হক প্যানেল অনেকটা তার প্রার্থীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বিদ্যালয়ে ৩৯৬ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করবে। কার্পাসডাঙ্গা এলাকার অনেক সচেতনমহল নির্বাচনের দিকে তাকিয়ে আছে। নির্বাচনে ইতোমধ্যে অনেকটা প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।