স্টাফ রিপোর্টার: গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী আবদুস সালামের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ শুনেই তাকে তাত্ক্ষণিক প্রত্যাহার করে ঢাকায় সংযুক্ত করার ঘোষণা দেন ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, আপনি এখানে ফিট না। গতকাল বুধবার এর আগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসি ফেরিঘাটে পথসভা করেন মন্ত্রী। সেখানে তিনি বলেন, আমাদের শত্রু এখন দারিদ্র্য ও জঙ্গিবাদ। আমরা শপথ নিয়েছিলাম মঙ্গাকে জাদুঘরে পাঠাবো, পাঠিয়েছি। এখন মঙ্গার মতো দারিদ্র্যকেও জাদুঘরে পাঠানো হবে। দারিদ্র্যকে পরাজিত ও জঙ্গিবাদকে প্রতিহত করে সুশাসন প্রতিষ্ঠা করা হবে। যোগাযোগমন্ত্রী জানান, অচিরেই গাইবান্ধার বালাসি ও জামালপুরের বাহাদুরাবাদ নৌ-রুটে ফেরি সার্ভিস চালু করা হবে। এ জন্য নদীর উভয় পাশে সড়ক প্রশস্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আমরা মন্ত্রী আজ আছি, কাল নেই। কিন্তু আপনারা আওয়ামী লীগের প্রাণ। আপনাদের শৃঙ্খলা মানতে হবে।