স্টাফ রিপোর্টার: সর্বাধিক মানুষের অংশগ্রহণে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের উদ্যোগ লাখো কণ্ঠে সোনার বাংলার মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ মহড়া হয়। মহড়ায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী, চিফ হুইপ আ স ম ফিরোজ, মন্ত্রিসভার সদস্য, হুইপ ও সাংসদরা অংশ নেন। সর্বাধিক মানুষের অংশগ্রহণে গিনেজ বুক অব ওয়ার্ল্ড-এ বাংলাদেশের নাম সংযোজনের উদ্দেশে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে লাখো কণ্ঠে সোনার বাংলা উচ্চারিত হবে।