দর্শনা আইসি পুলিশের মাদকবিরোধী অভিযান : হেরোইনসহ কার্পাসডাঙ্গার সালাম গ্রেফতার

 

দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইনসহ কার্পাসডাঙ্গার সালাম নামের এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ গ্রেফতারকৃত সালামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পুরাতন বাজার মোড়ে। এ সময় পুলিশ দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারপাড়ার ফকির চাঁদের ছেলে আব্দুস সালামকে (২৩)। পুলিশ সালামের দেহ তল্লাশি চালিয়ে পকেট থেকে উদ্ধার করেছে ১৪ পুরিয়া হেরোইন। এ ঘটনায় এসআই মিজানুর রহমান বাদি হয়ে গতরাতেই সালামের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ বলেছে সালাম মাদককারবারী। তবে গ্রেফতারকৃত সালাম মাদকাসক্ত বলে দাবী করেছে।