মেহেরপুরে আইনজীবী মোশাররফ হোসেনসহ ৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন

 

মেহেরপুর অফিস: স্বাক্ষর জালিয়াতির দায়ে মেহেরপুর জেলা জজ আদালতের আইনজীবী মোশাররফ হোসেনসহ ৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টার দিকে দীর্ঘ শুনানি শেষে মেহেরপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট একেএম আবুল কাশেমের আদালত ওই আদেশ দেন।

উল্লেখ্য, বিটিভির শিল্পী আশরাফ মাহমুদের স্বাক্ষর জাল করে করে মিথ্যা ও ভূয়া অঙ্গীকারনামা ব্যবহারের দায়ে গত ২ সেপ্টেম্বর আশরাফ মাহমুদ বাদী হয়ে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে ৬ জনকে আসামি করে একটি স্বাক্ষর জালিয়াতি ও প্রতারণা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলাটি আমলে নিয়ে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। মামলায় গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে ইদ্রিসকে প্রধান আসামি ও অ্যাড. মোশাররফ হোসেনকে ৫নং আসামি করে মোট ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।