আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ গত সোমবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলাসহ বিভিন্ন মামলার ৪ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মনির, নাসির উদ্দিন, রাশেদ, ও ওহিদুলকে গ্রেফতার করেছে।
জানা গেছে, উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের মৃত তাহাজ মণ্ডলের ছেলে মনির উদ্দিন মনিরুল, ভালায়পুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে ওহিদুল, ফুলবগাদি গ্রামের আনিছুর রহমানের দু ছেলে নাসির উদ্দিন ও রাশেদ। এরা নারী নির্যাতনসহ জিআর মামলায় আদালত তাদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করলে তারা পালিয়ে বেড়াচ্ছিলো। গতপরশু রাতে আলমডাঙ্গা থানার এসআই জিয়া তাদেরকে ধরে গতকালই আদালতে সোপর্দ করেন।
ছবি: গ্রেফতারকৃত ৪ আসামী।