দর্শনায় লিয়াকত শাহ ও বুলেটের পক্ষে নির্বাচনী গণসংযোগকালে বিএনপির কেন্দ্রীয় নেতা দুদু

 

 

দলের সমর্থিত প্রার্থীদের নির্বাচিত করে আ.লীগ সৈরাশাসনের জবাব দিন

দর্শনা অফিস: আগামী ১৫ মার্চ দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ব্যাপক গণসংযোগ করছেন। ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। করছেন কূশল বিনিময়, চাচ্ছেন দোয়া ও ভোট। দলের সমর্থিত প্রার্থীদের পাশাপাশি মাঠে নেমেছে দলের নীতিনির্ধারকরা। দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত আলী শাহ (ঘোড়া) ও ভাইস চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমানের (টিয়াপাখি) প্রতীকের পক্ষে নির্বাচনীসভা ও গণসংযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদুসহ দলের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার দিনভর উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগকালে দুদু বলেন, বর্তমান সরকার সংবিধান বহির্ভূতভাবে ক্ষমতা আকড়ে বসে আছে। এ সরকার বিএনপি তথা ১৯ দলের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা অব্যাহত রেখেছে। গণতন্ত্র ধ্বংসকারী এ সরকারকে জবাব দেয়ার সুযোগ এসেছে। তাই আসুন বিএনপি সমর্থিত প্রার্থীদের নির্বাচিত করে আ.লীগ সৈরাশাসনের জবাব দিই। গণসংযোগকালে দুদুর সাথে ছিলেন, জেলা বিএনপির যুগ্মসম্পাদক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, প্রচার সম্পাদক অ্যাড. আব্দুর রউফ, চুয়াডাঙ্গা পৌর সভাপতি শহিদুল ইসলাম রতন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাবু তরফদার, প্রার্থী লিয়াকত আলী শাহ, হাবিবুর রহমান বুলেট, দর্শনা পৌর বিএনপির সভাপতি হাজি খন্দকার শওকত আলী, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, বিএনপি নেতা এসকে সাদি, নাজমুস সালেহীন লিটন, মোকারম হোসেন, রফিকুল ইসলাম তনু, ইকবাল হোসেন, হারুন অর রশিদ, যুবদল নেতা এনামুল হক শাহ মুকুল, নাহারুল ইসলাম, জাহাঙ্গীর আলম চঞ্চল, আনোয়ার হোসেন, মোমিনুল ইসলাম প্রমুখ।