স্টাফ রিপোর্টার: দর্শনা কেরুজ ডিস্টিলারি বিভাগের কর্মচারী সেলিম হোসেনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আদালতের পেশকার ও দুজন আইনজীবীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় গতকাল তাকেসহ মামলার অন্যদের জামিনের আবেদন না মঞ্জুর করে আদালতে প্রেরণ করা হয়।
জানা গেছে, আদালতের আদেশে চুয়াডাঙ্গার দামুড়হুদা চণ্ডিপুরে জমির দখল বুঝিয়ে দিতে যান পেশকার ও দুজন আইনজীবী। গত ২৫ জানুয়ারি আদালতের আদেশে দায়িত্ব পালন করতে গেলে একই গ্রামের নজরুল ইসলামের ছেলে সেলিম হোসেনসহ তার সহযোগীরা আইনজীবী ও আদালতের পেশকারকে ঘরে আটকে নির্যাতন করে। এ মর্মে অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়। এরা উচ্চাদালতে জামিন নেয়। অন্তর্বর্তিকালীন জামিনের মেয়াদ শেষে সেলিমহ ৫ জন গতকাল আদালতের আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
উল্লেখ্য, সেলিম হোসেন কেরু অ্যান্ড কোম্পানির সাবেক এমডি সুদর্শন মল্লিকের ওপর হামলা মামলারও আসামি ছিলো।