মাথাভাঙ্গা মনিটর: চুরি করা পাসপোর্ট নিয়ে মালয়েশিয়ার নিখোঁজ বিমানে ভ্রমণ করা দু জনের একজন ইরানি। তার সাথে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর যোগসূত্র নেই বলে দাবি করেছে মালয়েশিয়ার পুলিশ। গতকাল মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়। ১৯ বছর বয়সী ওই ইরানি যুবকের নাম পৌরিয়া নূর মোহাম্মদ মেহেরদাদ। তিনি সম্ভবত জার্মানিতে থাকার চেষ্টা করছিলেন। অন্যজনের ব্যাপারে তদন্ত চলছে। মালয়েশিয়ার পুলিশ প্রধান আলিদ আবু বাকার বলেন, ইরানি এ যুবক কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য নন। মালয়েশিয়ার কর্তৃপক্ষ জার্মানিতে বসবাসরত ওই যুবকের মায়ের সাথে যোগাযোগ করেছে। তিনি ফ্রাঙ্কফুর্টে ছেলের জন্য অপেক্ষায় ছিলেন। মালয়েশিয়ার এ দাবির সত্যতা পেয়েছে বিবিসি। কুয়ালালামপুরে বসবাসরত এক ইরানি যুবক নিজেকে মেহেরদাদের স্কুলজীবনের বন্ধু দাবি করে বিবিসিকে তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, তার বন্ধু ও চোরাই পাসপোর্ট নিয়ে ভ্রমণ করা আরেক ইরানি যাত্রার আগে তার বাসাতেই ছিলেন। তারা ইউরোপে স্থায়ীভাবে বসবাস করার চেষ্টা করছিলেন। থাইল্যান্ড থেকে পাওয়া এক প্রতিবেদনে জানা গেছে, একজন ইরানি মধ্যস্থতাকারীর সহযোগিতায় থাই ট্রাভেল এজেন্টের মাধ্যমে ওই দুজন মালয়েশিয়া থেকে বেইজিং হয়ে আমস্টারডাম যাওয়ার টিকিট কেটেছিলেন। গত শুক্রবার মধ্যরাতে ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংগামী ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজ হয়।