মাথাভাঙ্গা মনিটর: নিখোঁজ হওয়ার আগে মালয়েশিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানটি গতিপথ পরিবর্তন করে বলে দাবি করেছে দেশটির বিমান বাহিনী। মালয়েশিয়ার পশ্চিম উপকূলের মালাক্কা প্রণালীতে বিমানটি পথ পরিবর্তন করে বলে জানায় তারা। মালয়েশিয়া বিমান বাহিনীর এক কর্মকর্তা জানান, বিমানটি কোটা ভারু এলাকার পর পথ পরিবর্তন করেছিলো এবং নীচে নেমে এসেছিলো। উল্লেখ্য, গত শুক্রবার মধ্যরাতে মালয়েশিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানটি ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়। বিমানটি কুয়ালালামপুর থেকে বেজিঙের উদ্দেশে যাচ্ছিলো। মাঝপথে দক্ষিণ চিন সাগরের ওপর হঠাৎ উধাও হয়ে যায়। রাডার থেকে সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়।