স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের চাঁদগাঁও এলাকায় গতকাল মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে জানালহিটা স্টেশনের অদূরে লেভেল ক্রসিঙে ট্রেনের ধাক্কায় পোশাক শ্রমিকদের বহনকারী একটি মিনিবাসের ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- ইয়াসমিন (২৪) ও রিয়া (২৫), সুইটি (২২), জুলি (২৪)। এ ঘটনায় আহত হয়েছেন অন্ততঃ ২০ জন। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- বেলাল, শিল্পী, মৌমিতা, এনাম, নেসার আহমেদ, সুইটি-২। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্দরনগরী থেকে কালুরঘাটমুখী মিনিবাসটি ওই ক্রসিঙে উঠে গেলে দোহাজারী থেকে চট্টগ্রামমুখী ট্রেনটির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এছাড়া আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিনিবাসটি কালুরঘাট শিল্প এলাকার বেইজ টেক্সটাইলের শ্রমিকদের নিয়ে কারখানায় যাচ্ছিল বলে জানা গেছে।