স্টাফ রিপোর্টার: নির্বাচনপূর্ব সংঘাত-সহিংসতা ও ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ইসির দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর ফলে ১৫ মার্চ ৮৩ উপজেলার পরিবর্তে ৮২ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, নির্বাচনে প্রার্থিতা নিয়ে শনিবার আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষের পর এলাকায় বিরাজ করছে থমথমে অবস্থা।