বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়মাঠে বেগমপুর ইউনিয়ন পিএনপির উদ্যোগে গতকাল সোমবার বিকেল ৪টায় কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেগমপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি একাংশের সভাপতি মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শাহজাহান মুকুল, সহসভাপতি শঙ্করচন্দ্র ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, হাজি আব্দুল খালেক, জাহানারা পারভীন, সাইফুর রশিদ ঝন্টু, মশিয়ার রহমান মিলন প্রমুখ। পরিচালনা করেন বেগমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি রফিকুল ইসলাম।