মেহেরপুর অফিস: পূর্ব শত্রুতার জের ধরে মেহেরপুর শহরের নতুনপাড়ার দু যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে ওই ঘটনা ঘটে। আহতরা হলো- নতুনপাড়ার ইমাম উদ্দীনের ছেলে লিজন (১৫) ও আব্দুল জলিলের ছেলে জনি (১৬)।
আহতরা জানায়, তারা শেখপাড়া গোরস্থানের পাশের মাঠে খেলছিলো। এ সময় শেখপাড়ার আনোয়ার, দেলু, সাজি রক্তিম, রিয়েল, কাদেরসহ কয়েকজন যুবক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে লিজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।