কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছি গ্রামে একই রাতে ৪ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের আনন্দবাজারপাড়ার আব্দুল মজিদ, জলিল তাল্লু, সবুর আলী ও আক্তারুলের বাড়ি থেকে চোরেরা ৫ হাজার ৮’শ ৩০ টাকা, ২টি মোবাইল সেট, ৩টি বাইসাইকেলসহ অন্যান্য মালামাল চুরি করে পালিয়েছে।