স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা গুলশানপাড়ার মালেকের জোলের ধারের ববির বাড়িতে গিয়ে মারপিটের শিকার হয়েছে মামুন-অর-রশিদ নামের এক যুবক। গতকাল সোমবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার খাসবাগুন্দা গ্রামের মৃত খবির উদ্দীনের ছেলে মামুন-অর-রশিদের সরোজগঞ্জ বাজারে নিউ লাকী সু নামে একটা দোকান রয়েছে। গতকাল চুয়াডাঙ্গা গুলশানপাড়ার মালেকের জোলের ধারের ববির বাড়িতে অসামাজিক কাজের অভিযোগ তুলে টাকা দাবি করে সবুজসহ দুজন যুবক। টাকা না দিলে পরে তাকে বেধড়ক পেটানো হয় এবং কাছে থাকা হাজারখানেক টাকা নিয়ে নেয় বলে মামুন জানায়। মামুন আরো জানায়, ববির সাথে সম্প্রতি পরিচয় হয় তার। তারপর ববি বলে, তার বোনের ছেলে জুতার ব্যবসা করবে তুমি একটু বাড়িতে এসো। বাড়িতে যাওয়ার সাথে সাথে সবুজসহ দুজন যুবক মামুনের নিকট টাকা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে।